পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস" উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
মঙ্গলবার(২১ শে ফেব্রুয়ারী) দিনের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে পবিপ্রবি'র "কেন্দ্রীয় শহীদ মিনার" এ পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি শুরু হয়।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা এবং কর্মচারীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮