পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক ধর্ম নিয়ে কটুক্তি এবং পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটে। এই ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে।
পবিত্র কুরআন অবমাননাকারী অপূর্ব পালের ফাঁসির দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) উপজেলার সর্বস্তরের যুবসমাজের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা ৯০ শতাংশ মুসলমানের দেশে বসবাস করি। এই দেশে সম্প্রীতি বিনষ্ট করার জন্য বারবার কিছু বিপথগামী দুস্কৃতিকারী ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। তারা পবিত্র আল কুরআন অবমাননার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। আমরা অপূর্ব পালের সর্বোচ্চ বিচারের দাবি জানাই,আমরা তার ফাঁসি চাই।
এই সমাবেশে মুফতি নুরে আলমের সভাপতিত্বে এবং জামাল উদ্দীন কারিমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন – মুফতি সাব্বির আহমেদ, যুবনেতা আল ইমরান সম্রাট গণি, মুফতি রেজাউল করীম, মুফতি বরকত উল্লাহ্, মাওলানা ইমরান সহ অনেকে।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মঞ্জুরুল হক।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮