মিজানুর রহমান অপু,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, পটুয়াখালী এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য ০৫/০৯/২০২১ইং তারিখ আনুমানিক ১৩২৫ ঘটিকার সময় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ০৪(চার) জন দালালকে অর্থদন্ড এবং ০১ জনকে ০৭ (সাত) দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রধান করা হয়, ১। নাসরিন জাহান, সাং-বতলবুনিয়া, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ১,০০০/- টাকা, ২। শওখত আরা, সাং-কলাতলা হাউজিং, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ১,০০০/- টাকা, ৩। মোসাঃ রিনা বেগম, সাং-পুকুরজানা, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ১,০০০/- টাকা, ৪। সঞ্চয় কুমার দত্ত, সাং-কলাতলা হাউজিং, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ১,০০০/- টাকা সর্বমোট ৪,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয় এবং ৫। জুয়েল হাওলাদার, পিতা-মোঃ আঃ রহমান হাওলাদার , সাং-পূর্ব হক তুল্লা, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশানার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আলাউদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী এবং ডাঃ ফাতেমা তুজ জোহরা বৃষ্টি, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, পটুয়াখালী সহ দন্ডবিধি আইন ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক অর্থদন্ড এবং কারাদন্ড প্রদান করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮