মিজানুর রহমান অপু
পটুয়াখালী প্রতিনিধি।।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষে ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল অসহায় মানুষের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক মো.কামাল হোসেন গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গতকাল শনিবার আমখোলা ইউনিয়নের ভাংরা, গোলখালী ইউনিয়নের তালতলা, কলাগাছিয়া ইউনিয়নের বাজার সংলগ্ন ও রতনদী তালতলীর ইউনিয়নের উলানিয়া সংলগ্ন আশ্রয়ণের প্রায় ১শত নির্মিত ও নির্মাণাধীন সেমিপাকা ঘর পরিদর্শন করেন। জেলা প্রশাসকের পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.হুমায়ন কবির, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, আশ্রায়ন প্রকল্প-২ গৃহনির্মাণ বাস্তবায়নের দায়িত্বে উপজেলা নিবার্হী অফিসার আশিষ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গীল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি সহ প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮