মিজানুর রহমান অপু,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটায় বর্নিল আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। সোমবার বেলা এগারোটায় জেলা প্রশাসনের আয়োজনে ‘অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে পর্যটন হলিডে হোমস থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সৈকতের সীবিচ এলাকার ট্যুরিজম পার্কে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা আওয়ামীলী সভাপতি কাজী আলমগীর ও সম্পাদক ভিপি আবদুল মান্নান। র্যালীতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন।
বক্তারা কুয়াকাটাকে বিশ্ব মানের পর্যটন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া কুয়াকা সৈকতের ভাঙন রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলে জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮