পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীতে নবনির্বাচিত ১৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় পটুয়াখালী জেলা প্রশাসক দরবার হলে ১৯ জন ইউপি চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিএম সরফরাজের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নানসহ সংশ্লিষ্ট ইউপির জনসাধারণ উপস্থিত ছিলেন। শপথ বাক্য পাঠ করানোর পরে ১৯ জন ইউপি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেনে জেলা প্রশাসক।২১ জুন প্রথম ধাপে পটুয়াখালী জেলার চার উপজেলার ১৯ ইউনিয়নের ১৬ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থীত ও ৩ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮