সোমনাথ সেন শুভ , পটিয়া প্রতিনিধি
পটিয়ায় দুই সন্তানের জননী শিউলি বেগম হত্যা মামলার পলাতক আসামি মাহমুদুল হক ওরফে মুন্সি মিয়াকে -৫২- গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -র্যাব-।
শনিবার -২৫ জানুয়ারি- রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৭ তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৭ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ১৫ ডিসেম্বর বিকেলে পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শিউলি বেগমের ছেলের সঙ্গে প্রতিবেশী এক তরুণের ঝগড়া হয়। এর জের ধরে মুন্সি মিয়া ও তার সহযোগীরা শিউলি বেগমের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় শিউলি বেগমকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিউলি বেগমের স্বামী বাদী হয়ে পটিয়া থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ৪ নম্বর আসামি ছিলেন মুন্সি মিয়া। তিনি পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকার মোহাম্মদ আব্দুল হকের ছেলে।
গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সি মিয়াকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮