সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি
পটিয়া উপজেলার মাদ্রাসা গেটের সামনে পিকআপের ধাক্কায় চলন্ত অটোরিকশায় মায়ের কোলে থাকা এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার -১ ফেব্রুয়ারি- দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম জুবায়ের, সে পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমান সওদাগরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- মাদ্রাসা গেটের কাছে পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মায়ের কোলে থাকা শিশুটি হাত থেকে ছিটকে পড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহত শিশুটির মাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ ধরনের দুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮