সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলায় শয়ন শীল -১১- নামে এক চতুর্থ শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার -১৮ ফেব্রুয়ারি- বিকেলে তার কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পরিবার।
নিহত শয়ন শীল উপজেলার ভাটিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তিনি ভাটিখাইন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিলন ডাক্তারের বাড়ি এলাকায় তার নানার বাড়িতে বসবাস করতেন।
শয়নের নানী ছবি শীল জানান, তার নাতি তাদের বাড়িতে থেকে পড়ালেখা করতেন। তবে তিনি পড়ালেখায় একেবারেই মনোযোগী ছিলেন না। শয়ন হয়তো পড়ালেখার চাপ থেকে মুক্তি পেতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করছেন তিনি।
নানার বাড়ির প্রতিবেশী ছোটন শীল বলেন, "শয়ন ছিল একটু রাগী স্বভাবের। রাগের মাথায় সে এমন চরম সিদ্ধান্ত নিতে পারে বলে মনে হচ্ছে।"
নিহত শয়ন সৌদি প্রবাসী হারাধন শীলের বড় ছেলে। তার নিজ বাড়ি কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামে।
এদিকে, পটিয়া থানা পুলিশ জানিয়েছে, শয়নের মৃত্যুর খবর পেয়ে তারা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায়। শিশুটির মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮