সোমনাথ সেন্ শুভ, পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের অভিযানে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে অপহৃত এক ব্যক্তিকে। মঙ্গলবার -২৮ জানুয়ারি- ভোরে কেলিশহর ইউনিয়নের ছত্তরপেটুয়া এলাকার দুর্গম পাহাড় থেকে তাঁকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মিনহাজ -২৫- মো. রানা -২৫- ও মো. আরাফাত ওরফে পাভেল -২৮-। অপহৃত ব্যক্তি মো. ছিদ্দিক -৪৫- যিনি পেশায় একজন গাড়িচালক এবং কক্সবাজারের টেকনাফ থানার বাসিন্দা।
পটিয়া থানা-পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ জানুয়ারি ছিদ্দিককে পটিয়ার হাবিলাসদ্বীপ এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তাঁর পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ছিদ্দিকের স্ত্রী থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় হাবিলাসদ্বীপ এলাকা থেকে প্রথমে আসামি মিনহাজ ও রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেলিশহর ইউনিয়নের পাহাড় থেকে আরাফাতকে গ্রেপ্তার এবং অপহৃত ছিদ্দিককে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান ওসি। অপহরণের সঙ্গে জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮