শওকত আলম, কক্সবাজার:
দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ইং নৌবাহিনী সূত্রে জানা যায়, রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামশুল হক ওরফে বদাফুলাকে আটক করা হয়।
টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং স্পেশাল ফোর্স (সোয়াডস্) সদস্যরা রাতের অন্ধকারে অভিযান চালিয়ে শামশুল হককে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিরপাড়ার একটি তরমুজ ক্ষেতের ছাপড়া ঘরে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড তাজা গুলি, শর্টগানের ২ রাউন্ড তাজা গুলি এবং ১টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আটককৃত শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায়, জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে বর্তমানে ৮টি জেলার অন্তর্ভুক্ত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮