নোায়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন বাহারকে গ্রেফতার করেছে পুলিশ।
সে নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ওই ইউনিয়নের এয়ারপুর গ্রামের বারেক হাফেজ বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে।
সোমবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা ২০মিনিটের দিকে তাকে কাবিলপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পার্শ্ববর্তী সোনাইমুড়ী থানার দুটি পৃথক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সে।
ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়। ওই সব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাহিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮