নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর সোনাইমুড়ীতে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
গ্রেফতারকৃত মো.আরিফ হোসেন (২৩) কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নগরী পাড়ার মৃত আমির হোসেনের ছেলে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সোনাইমুড়ীর চাষীরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসপি আরও বলেন, মাদক কারবারি বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা নিয়ে অবস্থানকালে চাষীরহাট বাজারের নোয়াখালী- কুমিল্লা মহাসড়কের রাস্তার পূর্ব পাশে মেসার্স ফাহিম বেরাটিস স্টোরের সামনে থেকে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি আরফিকে গ্রেফতার করা হয়। এসময় তার থেকে ৪ কেজি গাঁজাজা জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮