নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর সদর উপজেলা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মারা যাওয়া ওই গৃহবধূর নাম মুন্নি আক্তার (৩২)। তিনি সদর উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আবুয়াডগির এলাকার নূর মোহাম্মদের স্ত্রী।
রোববার (২ এপ্রিল) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে,একই দিন ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮