নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর সুবর্ণচরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে চা দোকানে অভিনব কায়দায় জুয়ার আয়োজন করায় পুলিশ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের মো.জুয়েল (১৯), মো.জহির (১৯) হৃদয় (২০) রাজু (২৩) সেলিম (২৮) রাসেল ওরফে বাবর (২৪) আবুল বাশার রাজু (৩৬) অরুণ চন্দ্র শীল (৪০) পার্শ্ববর্তী ধানের শীষ গ্রামের মো.রুবেল (২৪) বেগমগঞ্জের একলাশপুর গ্রামের মো.মাসুদ (২৬)।
শনিবার (২ অক্টোবার) দুপুরে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল শুক্রবার রাতে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী বাজার থেকে তাদের আটক করে পুলিশ।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮