 
    
     প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৮:৩৯ পি.এম
 নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু 
  
    
    
    
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নে অরূপ দাস (৮) বছরের এক শিশু শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া শিশু শিক্ষার্থী মৃত্যু বিষয়টা নিশ্চিত করেছেন।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর দুইটার দিকে  চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন গ্রামের ৫নং আশ্রয়ন প্রকল্পের এঘটনা ঘটে।
নিহত অরুপ দাস একই ইউনিয়নের ৫নং আশ্রয়ণ এর বাসিন্দা মিল্টন দাসের ছেলে। সে চর মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল ।
নিহতের বাবা মিল্টন দাসের ভাষ্যমতে, সকালে বিদ্যালয়ে যান অরুপ। দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরলে তাঁর মা গোসল করে ভাত খেতে বলেন,  বাড়ির পাশে আশ্রয়ণ এর পুকুরে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।  খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকটাকে মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার আশরাফুল ইসলাম রাজীব জানান, অরুপ নামের এক শিশুকে মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে তিনি ধারণা করেছেন হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি তিনি শুনেছেন। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
 
 
    
    
         
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
        
        
             নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২