প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৫, ৮:১০ পি.এম
নোয়াখালীর সুবর্ণচরে আকস্মিক ঘূ’র্ণিঝ’ড়: ঘরবাড়ি-গাছপালা ল’ণ্ডভ’ণ্ড, ক্ষ’তিগ্র’স্ত বহু পরিবার

নোয়াখালী প্রতিনিধি,
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাবিবিয়া গ্রামে আকস্মিক এক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি ও গাছপালা। ঘূর্ণিঝড়ে উপড়ে পড়া গাছ বসতঘরের উপর পড়ে ভেঙে দিয়েছে ঘরের ছাল। এতে অন্তত ৫-৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার পূর্ব চরবাটার ৫নং ওয়ার্ডের হাবিবিয়ার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রবল বাতাস ও ঝড়ো আবহাওয়ার মধ্য দিয়ে হঠাৎ করেই তুফানের মতো ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে এলাকার বেশ কিছু বড় বড় গাছ উপড়ে গিয়ে বাড়ির উপর পড়ে। মুহূর্তেই কয়েকটি বসতঘর ধসে পড়ে এবং বহু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা জামাল উদ্দিন জানান, “ঝড়টা এত দ্রুত এসেছিল যে কিছু বুঝে ওঠার আগেই আমার ঘরের উপর বড় গাছ পড়ে গেল। আমরা কোনোমতে প্রাণ নিয়ে বের হতে পেরেছি।”
স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান , সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় হঠাৎ জ্ড় আসে । কোন কিছুই রক্ষা করতে পারেনি। ঘরের আসবাবসহ সবকিছুই লন্ড ভন্ড হয়ে গেছে। বাচ্চাদের কাপড়ছোপড় ভিজে গেছে। অনেক কষ্টে দিন পার করছি।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা বলেন, “আমি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে লোক পাঠিয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২