সাইফুল ইসলাম নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার পুলিশের হাতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।
শনিবার বিকেলে বেগমগঞ্জ মডেল থানার থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার রাত তিনটা পনের মিনিটে বেগমগঞ্জ মডেল থানার এসআই -নিরস্ত্র- মোঃ আব্দুস সবুর ফোর্সসহ বেগমগঞ্জ থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল-৪১ ডিউটি করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ১নং আমানউল্যাপুর ইউনিয়নের আমানউল্যাপুর বাজারে ইসলামী ব্যাংকের সামনে পাকা রাস্তার পশ্চিম পাশে সরু গলির ভিতর বাঁশঝাড়ের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ০৫টি বড় ছোরা, ০১টি রামদা, ০৩টি কিরিচ, ০১টি কাঁছি, ০১টি চাকুসহ মোট ১১টি দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করে।
জব্দকৃত দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র গুলো কে বা কাহারা উক্ত এলাকায় রেখে গেছে সে বিষয়ে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। উক্ত বিষয়ে শনিবার -১৯-০৪-২৫ইং- বেগমগঞ্জ মডেল থানার একটি জিডি লিপিবদ্ধ করা হয়েছে। জিডি নং-১০৮০
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান এই ব্যাপারে সাংবাদিকদের বলেন অস্ত্র, মাদক, ধর্ষণের বিরুদ্ধে বেগমগঞ্জ থানা পুলিশ কঠোর হস্তে কাজ করছে। এই থানা মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে তিনি সবসময় সচেতন আছেন। এবং এই সমস্যা গুলো সমাধানে ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে সাংবাদিকদের আন্তরিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮