প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ৮:২১ পি.এম
নোয়াখালীর চৌমুহনীতে রাবেয়া হাসপাতালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, নোয়াখালী বেগমগঞ্জ:
নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনীতে
রাবেয়া হাসপাতাল সহ বিভিন্ন সময় বেসরকারি হাসপাতালে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে চৌমুহনী শহরের
পাবলিক হল চত্বরে " প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন " বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নোয়াখালীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বারবার সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এতে একদিকে রোগীরা যেমন সেবা থেকে বঞ্চিত হচ্ছে তেমনি চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।
বক্তার সম্প্রীতি রাবেয়া হাসপাতালে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহবান জানান।
একই সঙ্গে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এই সময় উপস্থিত ছিলেন, রাবেয়া প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আবু নাসের, লাইফ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার আবু তাহের সহ আরো অনেকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২