প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৮:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৬:৫৬ পি.এম
নোয়াখালীতে হাজিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা নতুন এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে উত্তর হাজিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা নতুন এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় মাদ্রাসার অফিস কক্ষে
নতুন নির্বাচিত সভাপতি বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনকে মাদ্রাসার কর্তৃপক্ষ সংবর্ধনার আয়োজন করে।
মাদ্রাসার সুপার আব্দুল আহাদ কাসেমী এর সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি সুপার হাফেজ নুরুল আমিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আমিনুল্লাহ এর ছেলে বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব এডভোকেট মায়াজ।
দাতা সদস্য ওমর ফারুক, এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ১৪নং হাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
নতুন সভাপতি বলেন, আমার ইচ্ছে না থাকলে ও এলাকার কিছু মানুষের অনুরোধে পরিচালনা কমিটির সভাপতি হওয়ার সম্মতি দিয়।
কিন্তু এসে দেখলাম মাদ্রাসাটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ও ১৯৮৭ সালে এমপিও ভুক্ত হওয়ার পরও এখানে একটি ও শিক্ষা ভবন নেই।
গত ১৭ বছর আওয়ামীলীগের লুটপাটের মধ্যে ও বেগমগঞ্জ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ভবন পেলেও এ প্রতিষ্ঠানটি শুধু মাদ্রাসা হওয়া এখানে কোন ভবন বরাদ্দ দেয়নি।
শিক্ষা ভবন না থাকায় শিক্ষার তেমন কোন পরিবেশ নেই। তিনি বলেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব প্রতিষ্ঠানের পড়ালেখার মান সহ অবকাঠামো উন্নয়নে সহায়তা করার।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২