সাইফুল ইসলাম, নোয়াখালী (বেগমগঞ্জ):
নোয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজলার চৌমুহনীর সুগন্ধা কমিউনিটি সেন্টারে নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে ও বেগমগঞ্জ উপজেলা যুবদল, পৌর যুবদলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুমন।
তিনি বলেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংকটময় অসুস্থতার জন্য দায়ী বিগত ফ্যাসিষ্ট হাসিনার সরকার। ফ্যাসিষ্ট সরকার খালেদা জিয়াকে যথাসময়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে দেয়নি।
দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশ ও জাতির জন্য একান্ত প্রয়োজন, তিনি খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মফিজুর রহমান দীপু, জেলা যুবদলের সহসভাপতি কুতুব উদ্দিন মিলন , জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন,
৮নং বেগমগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শাহেদুর রহমান শাহিন,
উপজেলা যুবদলের সিনিয়র যুুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন, যুগ্ম-আহ্বায়ক সায়েম হোসেন সুমন, আব্দুর রশিদ মাসুদ, জামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব জিএস নিজাম উদ্দিন প্রমুখ।
পরে দোয়া মোনাজাত দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮