প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৩, ৮:৫৯ এ.এম
নোয়াখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু আহত-২।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর কবিরহাটের ধানশালিক ইউনিয়নে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়।
নিহত আবু ছায়েদ মানিক -৬৫-কোম্পানীগঞ্জ উপজলোর চরফকিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সওদাগর বাড়ির আবুল কালামের ছেলে।
শুক্রবার -২২ ডিসেম্বর- ভোর রাতের দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বিপ্লব জানায়, শুক্রবার ভোর রাতের দিকে মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওয়ানা দেয় মানিক। যাত্রা পথে উপজেলার ধানশালিক ইউনিয়নের সোনাপুর টু মুছাপুর বেড়িবাঁধ সড়কের ধানশালিক বাজার সংলগ্ন পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মানিক মারা যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২