প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ১২:৩৪ পি.এম
নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি, ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

সাইফুল ইসলাম, নোয়াখালী
বিভিন্ন ব্রান্ডের নাম নকল করে চাউল প্যাকেট করায় দুই অটো রাইচ মিলকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়।
গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা এলাকার মেসার্স সুফিয়া অটো রাইচ মিল সিটি গ্রুপের তীর ব্রান্ডের বস্তায় চাল ভরে বাজারে বিক্রি করেছেন ।
একই সাথে তিনি দিনাজপুর ও রাজশাহী অঞ্চলের নামকরা ব্রান্ডের বস্তায় চাল ভরে বাজারজাত করেছেন । অভিযানে অনুমোদনহীন বস্তা জব্দ করে ধ্বংস করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করে চূড়ান্তভাবে সতর্ক করা হয়। অন্যদিকে মেসার্স টি এম অটো রাইচ মিলে দেখা যায়, সিটি গ্রুপের তীর ব্রান্ড এবং নাবিল গ্রুপের বস্তায় চাল ভরে বাজারজাত করে ভোক্তাদের সাথে প্রতারণা করছেন। প্রতিষ্ঠানটিকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনহীন বস্তা জব্দ করে ধ্বংস করা হয় এবং চূড়ান্তভাবে সতর্ক করা হয়। উভয় প্রতিষ্ঠান ভবিষ্যতে নিজস্ব প্রতিষ্ঠানের বাইরে অন্য ব্রান্ডের নামে বাজারজাত করবেন না মর্মে অঙ্গীকার প্রদান করেন। সকাল সাড়ে ১০ টা থেকে নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ তদারকি অভিযানে বেগমগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২