প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৪, ১০:০০ এ.এম
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তিন ব্যক্তির মৃত্যু।।

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার-১ ফেব্রুয়ারি-দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.অসীম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর পৌনে ৩টার দিকে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তিনজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তারা নির্মাণ শ্রমিক ছিল। উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। খোঁজ খবর নিয়ে পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২