নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.এমাম হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার মো.এমাম হোসেন কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ওয়ার্ডের আলী মিয়া টেন্ডল বাড়ির মৃত আবদুল বারিক মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দীন বলেন, রোববার সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার আবদুল্লাহপুর হাসপাতাল মোড়ের নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাৎক্ষণিক তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮