সাইফুল ইসলাম, নোয়াখালী
নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে আন্তর্জাতিক মে দিবস উদযাপন হয়েছে।
বিভিন্ন শ্রমিক সংগঠন করছে আলোচনা সভা ও র্যালি।
বৃহস্পতিবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে শ্রম কল্যাণ, শ্রম অধিদপ্তর এবং শ্রম ও কর্ম মন্ত্রণালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় জেলা ট্রাক, কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
তিনি শ্রমিক কল্যাণে শ্রম বান্ধব আইন আরো কার্যকরী করার অনুরোধ জানান। এ সময় তিনি বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবী গুলো গুরুত্ব সহকারে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
আরো উপস্থিত ছিলেন, জেলা মিনিবাস মালিক ইউনিয়নের সভাপতি নুরুল আলম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম,
জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি আমিরুল বাসার মান্না সহ অনেকেই ।
এছাড়াও বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশন বেগমগঞ্জ উপজেলা শাখার আয়োজন র্যালি
অনুষ্ঠিত হয়। র্যালি শেষে তারা মুল অনুষ্ঠানে যোগ দেয়। উপস্থিত ছিলেন সংগঠনেের সভাপতি দাউম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, কার্যকারী সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮