নেত্রকোণা প্রতিনিধি।।
"বৈষম্য হ্রাসের অঙ্গিকার করি,সবার জন্য টেকসই নগর গড়ি" এই স্লোগানকে ধারণ করে নেত্রকোণায় নানা আয়োজনে বিশ্ব বসতি দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরের জেলা প্রশাসক ও গণপূর্ত বিভাগ নেত্রকোণার আয়োজনে নির্বাহী প্রকৌশলী মোঃ হাসিনুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ আরো অনেকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮