পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী থেকে শিক্ষা নিয়ে মানবজীবনকে সুন্দর ও শান্তিময় করার লক্ষ্যে নেত্রকোণার দুর্গাপুরে দিনব্যাপী সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা মাঠে সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন প্রভাষক এ.কে.এম ওবায়দুল্লাহ। ‘‘যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে ইসলাম’’ শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক ড. মো. আবু ইউসুফ খান।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাতেন, ইসলামী শিক্ষাবিদ মুফতি তাহের কাসেমী, লেখক ও গবেষক ড. এ.এইচ.এম মুস্তাইন বিল্লাহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এ.কে.এম জয়নুল আবেদীনসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)-কে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। শান্তি, ভালোবাসা ও সম্মানের ধর্ম ইসলাম নিয়ে তিনি এই পৃথিবীতে আবির্ভূত হন। তাঁর দোয়ার বরকতে মানবজাতি আলোর পথে এগিয়ে চলছে।
বক্তারা আরও বলেন, আল কোরআনের শাসনব্যবস্থা ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের বিকল্প নেই। সবাইকে নবীজির জীবনাদর্শের আলোকে জীবন গঠনের আহ্বান জানানো হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮