পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি
মালিকবিহীন আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের -বিজিবি- নেত্রকোণা ব্যটালিয়নের সদস্যরা। অবৈধ পথে আনা ৩৫ বোতল মদের মধ্যে রয়েছে ভারতীয় আইস ভদকা- রয়েল স্ট্যাগ ও ব্লেন্ডার প্রাইড ব্র্যান্ডের মদ।
বুধবার -২২ জানুয়ারি- সকাল ১১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়নের -৩১ বিজিবি- অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান -পিবিজিএম-।
৩১ বিজিবি’র অধিনায়ক জানান- আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যে ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ নলুয়াপাড়া বিওপি’র -বর্ডার অবজারবেশন পোষ্ট- ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালন করেন। এসময় নেত্রকোণার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নাম এলাকায় সীমান্ত পিলার ১১৬২ এমপি হতে আনুমানিক আড়াইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে টহল দলটি।
তিনি আরও জানান-আমদানী নিষিদ্ধ অবৈধ পথে আনা ভারতীয় আইস ভদকা, রয়েল স্ট্যাগ ও ব্লেন্ডার প্রাইড ব্র্যান্ডের ভারতীয় মদের বোতলগুলো নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮