পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
“কর্মসংস্থান ও ভোটাধিকারের দাবিতে জেগে উঠো তারুণ্য”এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ যুব ইউনিয়নের দশম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট চিকিৎসক কমরেড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি জয় কুমার দে পুলক, এবং সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম।
এছাড়া আরো বক্তব্য দেন কেন্দ্রীয় যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা সভাপতি শামছুল আলম খান, ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, কৃষক সমিতির সভাপতি আব্দুল মালেক সরকার, এবং ছাত্র ইউনিয়নের উপজেলা সভাপতি জহির রায়হান।
সম্মেলন পরিচালনা করেন উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক রমজান আলী সরকার এবং সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো. নজরুল ইসলাম।
দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে যুবসমাজের অধিকার, কর্মসংস্থান, গণতন্ত্রচর্চা, সাংগঠনিক বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন সেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা ও জেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো অনুষ্ঠানমঞ্চ প্রাণবন্ত হয়ে ওঠে।
রাতে কমরেড মণি স্মৃতি জাদুঘর হলরুমে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে রমজান আলী সরকারকে সভাপতি, সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক এবং মীর আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮