পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। আজ রোববার বিকেলে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত 'ওলামা মাশায়েখ সম্মেলনে' বক্তারা জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্রতীক 'রিক্সা' মার্কায় ভোট দিয়ে ইসলামের স্বপক্ষ শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক-এর নির্দেশনায় সারা দেশে যে নির্বাচনী প্রচারণা চলছে, তার অংশ হিসেবে দুর্গাপুরেও 'রিক্সা' প্রতীকের পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা গেছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও জোটের প্রার্থী জনাব গোলাম রব্বানী বলেন"আগামী নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোট দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে একটি ইনসাফ কায়েমের লড়াইয়ে নেমেছে। আমাদের এই ঐক্যের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে রিক্সা মার্কার দাওয়াত পৌঁছে দিতে হবে।"
বিশেষ অতিথি দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম তাঁর বক্তব্যে জোটগত সংহতির ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
সম্মেলন উপলক্ষে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে রিক্সা মার্কার স্লোগান দিতে দিতে কর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। সম্মেলনে উপস্থিত আলেমগণও ধর্মপ্রাণ ভোটারদের প্রতি দেশ ও ধর্মের স্বার্থে জোটের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিকেল শেষে আল্লামা জিয়া উদ্দিন সাহেবের সভাপতিত্বে একটি দোয়া মাহফিলের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে, যেখানে আগামী নির্বাচনে জোটের সাফল্য এবং দেশের শান্তি কামনা করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮