শাহিন ফকির।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন- আমাদের পূর্বপুরুষ-যাদের মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে- যাদের সততা- ন্যায়পরায়ণতা ও চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে দলে-দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে তারা কেউ বণিক ছিলেন না বরং প্রত্যেকেই ছিলেন দাঈ-ইলাল্লাহ। বণিকদের কাজ হল-ব্যবসালব্ধ অর্থসম্পদ নিয়ে নিজ দেশে ফিরে যাওয়া- কিন্তু আমাদের পূর্বপুরুষগণ এ দেশেই থেকে গেছেন- মিশে আছেন এ মাটির পরতে-পরতে। যে আদর্শ ও বৈশিষ্ট্যের কারণে ভাষা ও আচার-আচরণগত বৈষম্য সত্ত্বেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ তাদেরকে আপন করে নিয়েছিল- সেই আদর্শ ও গুণের সমাবেশ ঘটিয়েই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
-২ ডিসেম্বর- সোমবার- ঝালকাঠি জেলার নেছারাবাদ কমপ্লেক্সে আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে আমীরে জামায়াত ঝালকাঠির নেছারাবাদ ও ছারছীনা দরবার শরীফে তার সফরের অংশ হিসেবে নেছারাবাদে আগমন করলে নেছারাবাদ কমপ্লেক্স এর চেয়ারম্যান- আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর তাকে স্বাগত জানান এবং কিছু সময় তারা একান্ত সান্নিধ্যে কাটান। এ সময় নেছারাবাদী হুজুর তার নিজের ও হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.)-এর ঐক্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ কতিপয় পুস্তকের সঙ্গে “মওদুদী জামায়াতের স্বরূপ” গ্রন্থটি তাকে উপহার দিয়ে এ বইয়ের আলোকে হক্কানী ওলামায়ে কেরামের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবধান কমিয়ে আনার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আমীরুল মুছলিহীন হযরত মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী হুজুর দেশের বিরাজমান সংকট ও ইসলামপন্থিদের শতবাধা-বিচ্ছিন্নতা নিয়ে দিকনির্দেশনামূলক বয়ান পেশ করে বলেন- ইত্তেহাদ মায়াল এখতেলাফ এখন সময়ের দাবি। আমীরে জামায়াত তার এ বক্তব্য সমর্থন করে বলেন-“ আপনি শুধু আমীরুল মুছলিহীন নন, আমীরুল ইত্তেহাদ; আমরা অবশ্যই হযরত কায়েদ সাহেব হুজুরের আর্জি পুরণে পরিশুদ্ধ হব এবং আপনার ঐক্যের এই আওয়াজকে বুলন্দ করবো ইনশাআল্লাহ!
মতবিনিময় সভা-শেষে জামায়াত আমীর ছারছীনার উদ্দেশ্যে গমন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছারছীনা দরবার এর ছোট হুজুর মুহতারাম হযরত মাওলানা শাহ আরিফ বিল্লাহ ছিদ্দিকী বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮