নীলফামারী প্রতিনিধ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন- শেখ মুজিব ১৯৭২ সালে যুদ্ধাপরাধীর তালিকা করেছেলেন সেখানে বর্তমান বাংলাদেশের কোনো নাগরিকের নাম ছিল না। শুক্রবার বেলা ১১ টায় নীলফামারী পৌরসভা মাঠে জেলা জামায়াতের এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় ভারতের প্রতি আহবান জানি তিনি আরও বলেন- শেখ হাসিনার বিরুদ্ধে দেশে দেড়শ এর বেশী মামলা রয়েছে। আদালত যখন চাইবে শেখ হাসিনাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।
নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন- অধ্যাপক মাহাবুবুর রহমান বেলাল- জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনামসহ রংপুর বিভাগের আট জেলার আমীরগন বক্তব্য রাখেন।
জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলণে আমন্ত্রিত অতিথি থেকে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮