প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৪, ১২:৩৭ পি.এম
নীলফামারী জলঢাকা আন্তজাতিক নারী গার্লস ফুটবল ফাইনাল খেলা।।

সাদ্দাম আলী
নীলফামারী থেকে।।
বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি- চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী,অর্ধেক তার নর।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দ্বারা রচিত এই গুলো মাধ্যমে বোঝা যায় নারীরাও হলেন সমাজের অন্যতম পরাশক্তি। সুস্থ-নিরপেক্ষ সমাজ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীরাও প্রতিনিয়ত কাজ করে চলেছেন। নারীশক্তির বিকাশ ও সমাজে নারীদের সুস্পষ্ট অবস্থান তৈরির লক্ষ্যে প্রতি বছর নেয় এবারো নারী গার্লস ফুটবল টুর্নামেন্ট খেলা হয়। ৮ই মার্চ বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে আন্তর্জাতিক নারী দিবস।এই স্লোগানে নীলফামারী জলঢাকায় উপজেলা মিরঞ্জজ পাঠান পাড়া হাই স্কুল মাঠে আন্তজাতিক নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টা দিকে উদয়াস্কুর সেবা সংস্থা- ইউএসএস-ও জলডাকা উপজেলার প্র্যান ইন্টারন্যাশনাল বাংরাদেশের সহয়াতায় গালস ফুট বল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলেন বালাপাড়া গাবরোল কাচারী বালিকা বিদ্যালয় দল ও শিমুলবাড়ী এসসি উচ্চ বিদ্যালয় বালিকা দলের মধ্যে ফাইনাল খেলা হয়। এতে বালাপাড়া গাবরোল কাচারী বালিকা বিদ্যালয়কে ১ গোলে হারিয়ে চাম্পিয়ান হন শিমুলবাড়ী এসসি বিদ্যালয়।
এসময় মীরগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যার গোলাম মোস্থাফা মানিকে সভাপত্তিতে খেলারটির প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , হেড অফ সেন্ট্রাল এন্ড নর্দান রিজিওন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আশিক বিল্লাহ-ইউএসএস-উদয়াস্কর সেবা সংস্থা নির্বাহী পরিচারক৷ ভূবন চন্দ্র রায়, পাঠান পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাগীর আলম চৌধরী,-শিমলবাড়ী প্রধান শিক্ষক, জ্যোতি চন্দ্র রায়, বালাপাড়া গোবরোল কাচারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী, মীরগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান , মনজুর আল খালেদ।১৯১৪ সাল থেকে এ দিবসটি বিভিন্ন দেশজুড়ে পালিত হলেও জাতিসংঘ ১৯৭৫ সালে দিনটিকে নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। নারী দিবস পালনের মূল লক্ষ্য হলো নারী ও পুরুষের সমঅধিকার আদায়। বিশ্বজুড়েই আজও নারীরা বিভিন্নভাবে নির্যাতিত ও নিপীড়িত, যদিও নারীদের ছাড়া পরিকল্পিত সমাজ কল্পনাই করা যায় না। নারী দিবসের মাধ্যমে জেন্ডার সমতা, নারীর প্রতি সহিংসতা বন্ধ করা, নারী-পুরুষের একতা, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ ইত্যাদির উপর দৃষ্টি আকর্ষণ করা হয়। বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে নারীদের প্রতি শ্রদ্ধা, তাঁদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে আন্তর্জাতিক নারী দিবসকে মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবেই পালন করা হয়। বাংলাদেশে এবছরের নারী দিবসের প্রতিপাদ্য হলো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২