চঞ্চল,
সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় নীলফামারী ও গাইবান্ধায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাব-১৩।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে র্যাব-১৩ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জানুয়ারি রাত ১২টা ৪০ মিনিটে র্যাব-১৩, সিপিসি-২ (নীলফামারী ক্যাম্প) জলঢাকা থানাধীন ৩নং বালাগ্রাম ইউনিয়নে অভিযান পরিচালনা করে। পূর্ব বালাগ্রাম এলাকায় জনৈক মোঃ তোফাজ্জলের বাঁশ বাগানে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের শপিং ব্যাগ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল জব্দ করা হয়।
একই রাতে অপর একটি অভিযানে র্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা ক্যাম্প) রাত ২টা ৫ মিনিটে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন গড়েয়া এলাকায় অভিযান চালায়। গড়েয়া ঈদগাহ মাঠ সংলগ্ন ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করতে সক্ষম হয় আভিযানিক দলটি।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজের শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮