প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৪, ৪:৩১ এ.এম
নীলফামারীতে ১৩৪ বোতল ফেনসিডিল সহ ১ জন গ্রেফতার।।
মোঃ শাহাজাহান বিপ্লবী সুমন
নীলফামারী জেলা প্রতিনিধি।।
নীলফামারীতে ১৩৪ বোতল ফেনসিডিল সহ একজন কে আটক করেছে নীলফামারী সদর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে নীলফামারীর সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের খালুয়া ব্রীজ তিস্তা সেচ ক্যানেল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কৃত মাদক ব্যবসায়ী জিয়ারুল ইসলাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কেতকীবাড়ি প্রসাদপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ এবং স্হানীয় সুত্রে জানা যায় জিয়ারুল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা থেকে মোটরসাইকেল যোগে ১৩৪ বোতল ফেনসিডিল নিয়ে নীলফামারী আসার পথে তিস্তা সেচ প্রকল্পের খালিয়ার ব্রীজে একটি দূর্ঘটনার শিকার হন তিনি
এসময় তার মোটরসাইকেলের ব্যাটারি ও তেলের ট্যাংকি ভেঙ্গে, কয়েকটি ফেনসিডিল এর বোতল বের হলে স্হানীয়রা তাকে আটক করে সদর থানা পুলিশ কে বিষয়টি অবগত করেন ।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেল থেকে ১৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং তাকে থানায় নিয়ে আসে।
বিষয় টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ-ওসি-তানভিরুল ইসলাম বলেন মাদকের কাজে ব্যবহৃত টিভিএস আরটিআর এপাচি ১৬০ সিসির মোটরসাইকেল টি জব্দ করা হয়। এবং গ্রেপ্তার কৃত ব্যবসায়ী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তিনি নীলফামারীতে মাদক সরবরাহের জন্য আনছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২