প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ১০:১৯ এ.এম
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু।।

নীলফামারী থেকে সাদ্দাম আলী।।
নীলফামারীতে প্রাইভেট কারের ধাক্কায় মেহের নেগার মেঘলা -৪৫- নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার -২০ নভেম্বর- সকালে সদরের পাঁচমাথা মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মেঘলা চাপড়া যাদুরহাট এলাকার রাশেদুল ইসলাম সেলিমের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেন- নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- এম আর সাইদ।
থানা পুলিশ সূত্রে জানা যায়- সকালে তিনি সহকর্মীর সাথে মোটরসাইকেল যোগে পাঁচমাথা মোড় এলাকা থেকে যাদুরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এসময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট কারের ধাক্কা দিকে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
ওসি আরও বলেন- নিহত মেঘলা মোটরসাইকেল যোগে যাদুরহাট বাজারের দিকে যাচ্ছিলেন এসময়ে অপরদিক থেকে আসা একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়। এবিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২