প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৪:৫২ এ.এম
নীলফামারীতে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।।
নীলফামারী থেকে সাদ্দাম আলী।।
নীলফামারী দোগাছী মোড়লের ডাঙ্গা আফাজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার রাত সাড়ে ৮ টা দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়ন দোগাছী ৬ নং ওয়াড আফাজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে খেলা অনুষ্টিত হয় ।ফাইনাল ম্যাচটি আরাফাত সুপার কিং বনাম মামা ভাগিনা সুপার কিংগের মধ্যে অনুষ্ঠিত হয় খেলা। টসে জিতে আরাফাত সুপার কিং নামক দলটি বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আর ব্যাটিংয়ে নেমে জয়ের জন্য টিমকে ৬৯ রানের টার্গেট দেয় মামা ভাগিনা সুপার কিং
নির্ধারিত দশ ওভারের জন্য ব্যাটিংয়ে নেমে মামা ভাগিনা সুপার কিং ৬৯ রানের টার্গেট ব্যাট করে,আরাফাত সুপার কিং ৫ উইকেট নিয়ে রান তুলে ৬০ করে হেরে যায় আরাফাত সুপার কিং । খেলায় বিজয়ী দল মামা ভাগিনা সুপার কিং ব্যাটসম্যান হাতে তুলে দেন পুরুস্কার। এতে ৮ টি দলের খেলোয়ারদের মধ্যে মামা ভাগিনা সুপার কিং দলের ম্যাচ অফদ্যা ম্যাচ হন দীপ।
মো.সাইদুজ্জামান বাবুর সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন পল্লব ।
ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেন অতিথিরা।
আলহাজ্ব মোঃনুরুজ্জামান সাহেব সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলার বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম(দোলন) জলঢাকা সরকারী কলেজের প্রভাষক জুলফিকার আলী ভুট্রু, নীলফামারী সদর ইউনিয়নের বড়গাছা স্কুল এন্ড কলেজের প্রভাষক মশিউর রহমান,আফাজ উদ্দিজ সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক রশিদুল ইসলাম, টুপামারী ইউনিয়নের ৭ নং ওয়াডের মেম্বার মকবুল হোসেন কেলে,টুপামারী ইউনিয়নের ৬ নং ওয়াডের মেম্বার আবু তালেব সহ মোড়লের ডাঙ্গা এস্থানিয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন জাহানুর ইসলাম, সাইবুল ইসলাম,হাচিনুর রহমান,আনছারুল ইসলাম, বিপ্লব, মনিরুজ্জামান মনির সহ আরো উপস্থিত ছিলেন।শর্ট পিচ নাইড ক্রীকেট টুর্নামেন্টর সার্বিক সহযোগিতা ছিলেন মেসার্স এ.বি মটরস ও মা টেডার্স।
শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর খেলা শুরু হয় গত ৯ নভেম্বার । মোট ৮টি দল খেলায় অংশগ্রহণ করেন। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনাও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২