প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ৮:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৪, ৩:১৫ পি.এম
নীলফামারীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন।।

সাদ্দাম আলী
নীলফামারী থেকে।।
নীলফামারীর কিশোরগঞ্জে বড় মেহেদী হাসান নামে ভাইয়ের হাতে ছোট ভাই জুয়েলের মৃত্যাু হয় বয়স-১৭-নামে এক ছোট ভাইকে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার-৫ মার্চ-ভোরে রনচন্ডী ইউনিয়নের কুটি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরে অভিযুক্ত বড় ভাই মেহেদী হাসান বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশে পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
নিহত জুয়েল হোসেন ওই গ্রামের মৃত আব্দুর জলিলের ছোট ছেলে ও রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা দৈনিক আজকের বাংলাকে জানান, যায়, বড় ভাইয়ের একটু মানসিক সমস্যা ছিল। তিনি মাঝে মধ্যে বাড়িতে সবার সঙ্গে ঝামেলা করতেন৷ গতকাল রাতে তিনি তার ছোট ভাইয়ের সঙ্গে ঘুমাতে যান। পরে ভোর বেলা তার মা নামাজ পড়তে ওঠলে ছেলের ঘর থেকে শব্দ শুনতে পেয়ে ঘরে গিয়ে ছোট ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। ঘটনার পরে অভিযুক্ত বড় ভাই বিষ পানে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এবিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-পলাশ চন্দ্র মন্ডল দৈনিক আজকের বাংলাকে বলেন , এ ঘটনায় বড় ভাইকে মেহেদী হাসানকে গ্রেফতার করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২