এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ–৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের মানুষই তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার সুযোগ পাবে। রবিবার বাদ যোহর ফতুল্লার পশ্চিম শিয়াচরের জান্নাতুল ফেরদৌস জামে মসজিদে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।সভায় মাওলানা জব্বার আরও বলেন, “দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে, জুলম–নির্যাতন দূর হবে। এজন্য সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া প্রয়োজন।”
ফতুল্লা অঞ্চলের প্রধান সমস্যা নিয়ে তিনি বলেন, “আমাদের প্রধান সমস্যা পয়ঃনিস্কাশন। আপনারা আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ এ অঞ্চলের পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে।”পরে শিয়াচর আল হিকমা একাডেমিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি সমাজে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আগে দেখা যেত মাদকের কারণে ছেলেরা মা–বাবাকে মেরে ফেলতো, আর এখন মা–বাবাও ছেলেকে হত্যা করছে। এই মাদকের আগ্রাসন থেকে মুক্তি পেতে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”এদিন কুতুবপুরের পশ্চিম নন্দলালপুরে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারীদের কর্মপরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। জামায়াতে ইসলামী বিজয়ী হলে শিল্পকারখানায় নারীদের কাজ নারীদের মাধ্যমেই পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।”
গণসংযোগ ও আলোচনার বিভিন্ন কর্মসূচিতে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মুফতি জাহাঙ্গীর আলম, মহানগর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মাইনউদ্দিন মিয়া, জামায়াত নেতা অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮