শওকত আলম, কক্সবাজার:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে কক্সবাজার জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ চলবে ২১ ও ২২ জানুয়ারি, ২০২৬।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, নির্বাচনকালীন সময় সাংবাদিকদের দায়িত্ব আরও বেশি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং পেশাগত নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশনই গণতন্ত্রকে শক্তিশালী করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবি প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও ইআরএফের সাবেক সভাপতি শারমীন রিনভী এবং সিনিয়র সাংবাদিক খাজা মাঈন উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এস এম জাফর এবং কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
প্রশিক্ষণ কর্মসূচি আগামীকাল বৃহস্পতিবার সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আঃ মান্নান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮