নুর মোহাম্মদ
স্টাফ রিপোর্ট কক্সবাজার।।
কক্সবাজারের রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন'র সাদরপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সাদর পাড়া মাঠে সাদরপাড়া স্পোর্টিং ক্লাব যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করে। শুক্রবার ১০ জানুয়ারি এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন'র সাদরপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন মানিক'র সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি জাবেদ ইকবাল।
এসময় প্রধান অতিথি বলেন একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই। ফুটবল গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা।
বক্তব্য রাখেন জাতীয়তাবাদি যুবদল দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আহ্বায়ক আবদুল্লাহ ভুট্টো- শাহজাহান সওদাগর- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম।
উক্ত খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সাদের পাড়া জুবায়ের স্পোর্টিং ক্লাব ও দক্ষিণ মুহুরী পাড়া টপ ভয়েস আদর্শ শিক্ষা নিকেতন।
সভাপতির বক্তব্যে বলেন এ খেলাতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।
মিজানুর রহমান চন্নু'র সঞ্চালনায় অনুষ্ঠিত ফুটবল খেলায় আরো উপস্থিত ছিলেন তারেকুল ইসলাম সুমন- শরিফুল ইসলাম নকিব- উসায়েদ সজীব তাসিন- তেীহিদুল ইসলাম জুনাইদ- সায়েদ সজীব তাসিব- সাইফুল ইসলাম সুজন।
প্রধান অতিথি আরো বলেন বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকান্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোন বিকল্প নেই।
খেলা শেষে বিজয়ী দল দক্ষিণ মুহুরী পাড়া টপ ভয়েস আদর্শ শিক্ষা নিকেতন'র খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি জাবেদ ইকবালসহ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
এসময় খেলা পরিচালনা কমিটির সদস্যসহ অসংখ্য ক্রীড়ামোদি জনতা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮