হোসাইন রুবেল ভোলা ॥
নিঝুমদ্বীপে সুনীল অর্থনীতি সমৃদ্ধকরণে ব্লু গার্ডের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাগরে প্লাস্টিক দূষণ প্রতিরোধে এবং সাগর ভিত্তিক অর্থনীতি সমৃদ্ধকরণে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে ১০জন ব্লু গার্ড এর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ইউএসএআইডি ইকোফিশ-২ প্রকল্পের আওতায় শনিবার সকাল দশটায় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষ, নিঝুম দ্বীপে এই প্রশিক্ষণ ও আলোচনা সভা সম্পন্ন হয়। ওয়ার্ল্ড ফিশ ও আই ইউ সি এন প্রতিনিধির সঞ্চালনায় এবং সম্মানিত ইউপি চেয়ারম্যান, নিঝুম দ্বীপ দিনাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব অনিল চন্দ্রদাস।
বর্তমান সাগরে প্লাস্টিক দূষণজনিত সমস্যা প্রতিরোধে ও জনসচেতনতা তৈরিতে ব্লু গার্ড রা উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
শীতকালীন মৌসুমী জীববৈচিত্র্য সম্পন্ন নিঝুম দ্বীপে প্রচুর পর্যটকের আগমন হয়। তাই ব্লু গার্ড রা এই সময়ে সক্রিয় থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১৯ সালে ৩১৮৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে নিঝুম দ্বীপ সামগক সংরক্ষিত এলাকা ঘোষণা করেন যা টেকসই মৎস্য সম্পদ উন্নয়ন ও সামুদ্রিক জীব বৈচিত্র সংরক্ষণে সুদুরপ্রসারি ভূমিকা রাখবে বলে বিজ্ঞানীরা মতবাদ পোষণ করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮