
অমিত চক্রবর্তী,স্টাফ রিপোর্টার।।
শ্রদ্ধায়,ভালোবাসায় শেরপুর নালিতাবাড়ীর সেঁজুতি বিদ্যানিকেতন ও একুশে পাঠচক্রের আয়োজনে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় টায় সেঁজুতি বিদ্যানিকেতন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিশু শিক্ষার্থীরা।পরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, ০১ মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।এরপর একটি শোক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। পুষ্পস্তবক অর্পন শেষে শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে, শিক্ষক মনি গাঙ্গুলির সঞ্চালনায় বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের প্রধান মুনীরুজ্জামান, নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েল,গণমাধ্যম কর্মী রনি চৌধুরী প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮