এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় খাগড়াছড়ি সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন কলেজ , বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী , অসহায় , প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার ২০ মার্চ ২০২৩ সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও আর্থিক অনুদান বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় খাগড়াছড়ি জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যন্তরিণ উদ্ভাস্তু নির্দিষ্টকরণ বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা সম্পন্ন) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
আলোচনা সভায় উপস্থাপনা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম।
এ উপলক্ষে আলোচনা সভায় খাগড়াছড়ি মহিলা কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, নারীরা পেছনে থাকা যাবে না। একজন নারী সব কিছুতেই পরিপক্ষ হয় সেদিকে সকলের দৃষ্টি দেয়া প্রয়োজন। কোন নারী যেন পুরুষের প্রতি নির্ভরশীল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নারীরা আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, শিক্ষা মানুষকে কুশিক্ষা থেকে মুক্তি দেয় এবং আত্মার অকৃত্রিম আনন্দের স্বাদ দেওয়ার জন্য মানব সত্তার ঘরে নিয়ে যায়। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নারীরা।
আলোচনা সভার শেষে খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের একাদশ শ্রেণীর একশ' (১০০) জন শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার ৫০০ টাকা করে সাড়ে তিন লক্ষ (মোট ৩ লাখ ৫০ হাজার) টাকা আর্থিক অনুদান বিতরণ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮