এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় ধারাবাহিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকালে কাশিপুর হাটখোলা মোড়, বাংলা বাজার এবং দেওভোগ মাদ্রাসা বাজার এলাকায় পর্যায়ক্রমে এসব সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা ৩০ মিনিটে কাশিপুর হাটখোলা মোড়ে, বিকাল ৪টা ৪৫ মিনিটে বাংলা বাজারে এবং সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে দেওভোগ মাদ্রাসা বাজার এলাকায় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের নেতা সীমান্ত প্রধান, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার খন্দকার, ফতুল্লা থানা সাবেক বিএনপি সহ-সভাপতি কবির প্রধান, সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন শিপন, সাবেক বিএনপি সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “প্রতীক দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিন। আপনাদের কাছে ব্যক্তি হিসেবে যাকে ভালো মনে হবে তাকেই ভোট দিন। যাকে খুশি তাকেই ভোট দিন, তবে কোনো অতিথি পাখিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন না। যে মানুষ আপনাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারে, এমন মানুষকেই ভোট দিয়ে নির্বাচিত করুন।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮