এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ভুইগড় ও মাসদাইর এলাকায় এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
সকাল ১১টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলা গণসংযোগ কর্মসূচিতে মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাহিদ হাসান রুজেল, সাবেক সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি; নজরুল ইসলাম পান্না, সাবেক সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি; এম. এ. আকবর আলী, এনায়েতনগর ইউনিয়ন সভাপতি; আবু তাহের মোল্লা, কুতুবপুর ইউনিয়ন সভাপতি; মোহাম্মদ একরামুল কোভির মামুনসহ প্রায় ১১০০ থেকে ১২০০ জন নেতাকর্মী ও সমর্থক।
গণসংযোগকালে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলমের পক্ষে হরিণ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং তাঁর জন্য দোয়া কামনা করেন।
প্রচারণা কার্যক্রমটি কুতুবপুর ইউনিয়নের ভুইগড় এলাকা থেকে শুরু হয়ে মাসদাইর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ শাহ আলমকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮