এস এম রনি, স্টাফ রিপোর্টার:
খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ গণসংযোগ করেছেন। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিসিক শাসনগাঁও শাহী মসজিদ থেকে শুরু হওয়া এ গণসংযোগ এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর, কাশীপুরের শান্তিনগর ও হাজিপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়।গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ স্থানীয় জনসাধারণের মাঝে খেলাফত মজলিসের লিফলেট বিতরণ করেন এবং দলীয় প্রতীক দেয়াল ঘড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন।
এ সময় ইলিয়াস আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন—
ফতুল্লা থানা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ,
সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম,
এনায়েতনগর ইউনিয়ন সভাপতি আব্দুল করীম মিন্টু,
সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,বায়তুলমাল সম্পাদক ডা. সাইফুল ইসলাম,
শ্রমিক মজলিসের জেলা সেক্রেটারি আবু কাউসার সরকারসহ (২০–২৫) জন নেতাকর্মী।গণসংযোগে তারা মুসলিমনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮