এস এম রনি, স্টাফ রিপোর্টার:
বিএনপি ও দলের নেতাকর্মীদের ‘চাঁদাবাজ’ আখ্যা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রার্থিতা বাতিলের দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানা বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ মশাল মিছিল বের করে মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করেন।
নেতাকর্মীরা অভিযোগ করেন, মান্নানের বিতর্কিত মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের দাবি—দলের জন্য ‘ক্ষতিকর’ এই ব্যক্তির মনোনয়ন বাতিল করে স্থানীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে সুশিক্ষিত ও যোগ্য প্রার্থী বাছাই করা হোক।
দলের ভাবমূর্তি রক্ষায় আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন দ্রুত বাতিল করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮