 
     এস এম রনি, স্টাফ রিপোর্টার:
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করেছে।হাসপাতালের তিনটি স্থানে বোর্ডগুলো চালু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া হাসপাতাল প্রাঙ্গণে বোর্ডের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমান, হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আবুল বাশারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “মানুষ জীবনের সবচেয়ে দুর্বল ও অসহায় সময়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। বিশেষ করে নিম্ন আয়ের নাগরিকরা সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। প্রায় এক কোটি মানুষের এই জেলায় মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ একসঙ্গে কাজ করছে।”
তিনি জানান, রোগীদের সুবিধার্থে হুইলচেয়ার সরবরাহ, ডেঙ্গু কিট বিতরণ ও আয়রন ট্যাবলেট প্রদানের মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এতসব উদ্যোগের পরেও অনেকের মনে প্রশ্ন ছিল—সরকারি হাসপাতালে গেলে কি সত্যিই কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায়? কেউ কেউ অভিযোগ করেন, রোগীদের ঢাকায় রেফার করে দেওয়া হয়। অন্যদিকে হাসপাতালের তথ্য অনুযায়ী, প্রতিদিনই বিপুল সংখ্যক রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন। চলতি মাসেই খানপুর ৩০০ শয্যা হাসপাতালে প্রায় ৬৫ হাজার রোগী সেবা গ্রহণ করেছেন।
এই বাস্তব চিত্র জনসাধারণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরতে হাসপাতালটিতে তিনটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। প্রতিদিন বোর্ডে প্রদর্শিত হবে—হাসপাতালে আগত রোগীর সংখ্যা,
ইমারজেন্সি বিভাগে ভর্তি রোগীর সংখ্যা,অপারেশন থিয়েটারে নেওয়া রোগীর সংখ্যা, এবং কতজন রোগী কী কারণে রেফার হয়েছেন।প্রতিদিনের তথ্য জনগণের সামনে উন্মুক্ত রাখায় হাসপাতালের সেবা কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে সরকারি হাসপাতালের প্রতি নাগরিকদের আস্থাও বৃদ্ধি পাবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮